নিউজ ডেস্ক : ট্রেড ইউনিয়নের কারণে এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে ছাঁটাইয়ের দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের সব অফিস। কেবল সেবাকেন্দ্র ও কল সেন্টার খোলা থাকবে বলে ঘোষণায় জানানো হয়েছে।
বাংলালিংক কর্তৃপক্ষ এক ইমেইলের মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়ে দেয় সারা দেশে তাদের অফিসগুলোকে। দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক। এক কর্মী ছাঁটাইয়ের জেরে রোববার দেশের সব বাংলালিংক অফিস বন্ধ করতে মেইল পাঠিয়েছি কর্তৃপক্ষ।
তবে এ সময় শুধু গ্রাহক সেবা কেন্দ্র ও কল সেন্টার খোলা থাকবে বলে ইমেইলে জানানো হয়েছে।
১১ বছর ধরে বাংলালিংকে কর্মরত ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকসন্স ডিপার্টমেন্টের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম ভুঁইয়াকে ট্রেড ইউনিয়ন করার অপরাধে বৃহস্পতিবার সন্ধ্যায় টার্মিনেশন লেটার দেয় কর্তৃপক্ষ।
এর প্রতিবাদে গুলশান-১ এলাকায় বাংলালিংকের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় চিফ টেকনিক্যাল অফিসার মিসরের নাগরিক তেরিহান এলহামিকে দুই শতাধিক কর্মী অবরুদ্ধ করে রাখেন।
পরে পুলিশ, র্যাব, বাংলালিংক ইউনিয়ন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পর্ষদের আলোচনা সাপেক্ষে রোববার এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেয়া হয়। এর ফলে এলহামকে রাত ৩টার দিকে ছেড়ে দেয়া হয়।
বাংলালিংক কর্তৃপক্ষের সাথে ট্রেড ইউনিয়নের কর্মকর্তাদের বৈঠকে বসার কথা থাকলেও শেষ পর্যন্ত ট্রেড ইউনিয়ন নেতাদের কাউকে গুলশানের প্রধান কার্যালয়ে ঢুকতে দেয়া হয়নি।
ট্রেড ইউনিয়নের নেতারা বাংলালিংকের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ শুরু করেন। এতে বেলা আড়াইটার দিকে বাংলালিংক কর্তৃপক্ষ মেইল করে দেশের সব বাংলালিংক অফিস বন্ধ ঘোষণা করেন।
তবে এ সময় শুধু গ্রাহক সেবা কেন্দ্র ও কল সেন্টার খোলা থাকবে বলে মেইলে উল্লেখ করা হয়।
১৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম