বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ১০:২৫:৩৮

ঈদযাত্রায় ভাড়া বেশি নেওয়ায় শ্যামলী ট্র্যাভেলসকে ২০ হাজার টাকা জরিমানা

ঈদযাত্রায় ভাড়া বেশি নেওয়ায় শ্যামলী ট্র্যাভেলসকে ২০ হাজার টাকা জরিমানা

এমটিনিউজ২৪ ডেস্ক : ঈদযাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শ্যামলী এন আর ট্র্যাভেলসকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে সায়দাবাদ বাস টার্মিনালে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আব্দুস সালাম ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ অভিযানে নেতৃত্বে দেন।

ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় রুখতে এদিন বিকেলে ঘণ্টাব্যাপী চালানো এই অভিযানে দেখা যায়, শ্যামলী এন আর ট্রাভেলস ঢাকা-বরিশাল, ঢাকা-পটুয়াখালী রুটে ধার্য করা ভাড়া থেকেও বেশি দামে টিকিট বিক্রি করেছে।

কাউন্টারের ম্যানেজার প্রসেনজিৎ ঘোষ স্বেচ্ছায় অপরাধ স্বীকার করেন। এ ছাড়া ভবিষ্যতে আর বেশি দামে টিকিট বিক্রি করবেন না মর্মে অঙ্গীকার করেন।

এ সময় প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ ছাড়া বাস কাউন্টারগুলোকে মৌখিকভাবে সতর্ক করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে