নিউজ ডেস্ক: পুলিশের ১৮ কর্মকর্তা উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, পুলিশ সদরদপ্তরের ডিআইজি (চলতি দায়িত্বে) লুৎফর রহমান মন্ডল, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে) ইব্রাহীম ফাতেমী, রেলওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে) এসএম রুহুল আমিন, হাইওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে) মল্লিক ফখরুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব) মিজানুর রহমান, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার (চলতি দায়িত্ব) কামরল আহসান, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মাজহারুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি-চলতি দায়িত্ব) খন্দকার গোলাম ফারুক, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে) “িার আহম্মদ, ডিএমপির যুগ্ম কমিশনার জামিল আহমদ, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্ব) আতিকুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেন, সিএমপির অতিরিক্ত কমিশনার একেএম শহিদুর রহমান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল মাহমুদ, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, সিএমপির অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি গোলাম কিবরিয়া এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম