রবিবার, ১৬ জুন, ২০২৪, ০৪:৪৩:৪৭

রাজধানীতে হঠাৎ যত হলো গরুর দাম

রাজধানীতে হঠাৎ যত হলো গরুর দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর পশুর হাটে ক্রেতার চেয়ে পশুর সংখ্যাই বেশি। গ্রামে যে গরুটির দাম উঠেছিল ৩ লাখ টাকা, সেটি রাজধানীর হাটে এনে ২ লাখে বিক্রি করতেও কষ্ট হচ্ছে ব্যাপারীদের। চালান নিয়ে বাড়ি ফেরাটাই এখন বড় চ্যালেঞ্জ কারো কারো কাছে। তবে ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা রয়েছে কিছুটা বেশি।

রাজধানীর তেজগাঁওয়ের কোরবানির পশুর হাটের কালোমানিক। ১০লাখ টাকা শুরুতে দাম উঠলেও এখন আর ক্রেতা নেই। তাই আরো দুই লাখ কমিয়ে গরুটি ৮লাখে বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় ব্যাপারী।

কালোমানিকের মতো কালাবাহাদুর, তুফান, কাদির মামু কিংবা ভিংরাজ-এমন বাহারী নামের নানা সাইজের গরুর দেখা মেলে এই হাটে।
সাদা চামড়ার ২৪মন ওজনের এই গরুটির নাম রাখা হয়েছে ইংরেজ। শেষ দিনে নেই ক্রেতা। তাই অনেকটি দু:দুশ্চিন্তায় ব্যাপারীরা।

বড় সাইজের গরু বিক্রি না হলেও বিক্রি হচ্ছে ছোট ও মাঝারি সাইজের পশু। প্রথম দিকে বেশি দামের আশায় গরু বিক্রি না করলেও শেষ মুহূর্তে কেউ কেউ কেনা দাম থেকে কম দামে বিক্রি করছেন এসব পশু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে