সোমবার, ২৪ জুন, ২০২৪, ১০:৫৮:০৪

এবার বিষধর গ্রিনপিট ভাইপারের দেখা মিলল দেশের যে এলাকায়

এবার বিষধর গ্রিনপিট ভাইপারের দেখা মিলল দেশের যে এলাকায়

এমটিনিউজ২৪ ডেস্ক : হাটহাজারী উপজেলার একটি স্যানিটারি দোকানের পাশ থেকে একটি বিষধর গ্রিনপিট ভাইপার উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য মোহাম্মদ সামুন সাপটি উদ্ধার করেন।

সামুন রবিবার জানান, হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল এলাকায় সাপটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন রাসেল ভাইপার মনে করে মেরে ফেলতে চেয়েছিল। কিছু তরুণ বিষয়টি ফোনে আমাদের জানালে আমি দ্রুত গিয়ে সাপটি উদ্ধার করে প্লাস্টিক জারে ভরে রেখেছি।

টিমের সিনিয়র ভাইদের সঙ্গে পরামর্শ করে বন বিভাগের সহায়তায় সাপটি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাপটি ৫ ফুট লম্বা এবং প্রাপ্তবয়স্ক। তবে তার লিঙ্গ দেখা হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে