সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৪৩:১১

পুলিশের ১৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতি

পুলিশের ১৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতি

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা (ডিআইজি) পর্যায়ে মোট ১৮ জন কর্মকর্তার পদোন্নতি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ পদোন্নতি চূড়ান্ত করা হয়। ‍ রোববার পুলিশ হেড কোয়ার্টার্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সুরাইয়া পারভীন শেলীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিবিএস (পুলিশ) ক্যাডারে নিম্নবর্ণিত কর্মকর্তাকে উপমহাপুলিশ পরিদর্শক পদে পদন্নোতি করা হলো।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন,  পুলিশ হেড কোয়ার্টার্সের ডিআইজি মো. লুতফর রহমান মণ্ডল, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইব্রাহীম ফাতেমী, রেলওয়ে রেঞ্জের ডিআইজি এস এম রুহুল আমিন, হাইওয়ে পুলিশ ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. কামরুল আহসান, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. মাজহারুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক, ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. দিদার আহম্মদ, ডিএমপির জয়েন্ট কমিশনার জামিল আহমেদ, পুলিশ হেড কোয়ার্টার্সের ডিআইজি মো. আতিকুর রহমান, পুলিশ হেড কোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবদুল্লাহ আল মাহমুদ, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলাম, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার, পুলিশ হেড কোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি গোলাম কিবরিয়া এবং ডিএমপির জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে