সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৩৯:২৫

আগের নিয়ম চায় বিএনপি, ইসির ‘না’

আগের নিয়ম চায় বিএনপি, ইসির ‘না’

নিউজ ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দলীয় প্রতীকবিহীন আগের নিয়মেই অনুষ্ঠানের দাবি জানিয়েছে রাজপথের অন্যতম বড় দল বিএনপি। দলটি মনে করে, ইউপিতে প্রার্থীরা ব্যক্তি পরিচয়ে পরিচিত, রাজনৈতিক পরিচয় কাজ করে না। দলীয়ভাবে এই নির্বাচন হলে সামাজিকভাবে বিরূপ প্রতিক্রিয়া পড়বে।

গতকাল রোববার দলীয় প্রতীকে ভোটের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে দেয়া চিঠিতে এসব ব্যাখ্যা তুলে ধরেছে বিএনপি। তবে নির্বাচন কমিশন (ইসি) বিএনপির এই প্রস্তাব নাকচ করে দিয়েছে।

ইসির যুক্তি হচ্ছে, দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠানের আইন নির্বাচন কমিশন করেনি। এটি করেছে সংসদ। এই আইনের আলোকে গেজেট প্রকাশ হয়ে এখন তফসিলও ঘোষণা হয়ে গেছে। এখন আর ইসির করার কিছু নেই।
 
গত বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বরাবর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি চিঠি পৌঁছে দেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সিইসির দেখা না পেয়ে ইসি সচিব সিরাজুল ইসলামের হাতে চিঠিটি তুলে দেন তিনি। পরে সাংবাদিকদের রিজভী বলেন, ইউনিয়ন পরিষদে ‘একতরফা’ নির্বাচনের আশঙ্কার মধ্যেও গণতন্ত্রের স্বার্থে বিএনপি এতে অংশ নিচ্ছে।

তিনি দাবি করেন, দলীয়ভাবে ইউপি ভোট করা অযৌক্তিক। দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ ও সুশীল সমাজ মনে করে দলীয়ভাবে ইউপি নির্বাচন হলে সামাজিক সংস্কৃতিতে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। কারণ ইউপিতে প্রার্থীরা ব্যক্তি পরিচয়ে পরিচিত, রাজনৈতিক পরিচয় কাজ করে না।

বিএনপিও মনে করে ইউপিসহ যে কোনো স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হলে সামাজিক বন্ধন বিনষ্ট হবে। গ্রামে গ্রামে সংঘাত সৃষ্টি হবে। তফসিল হওয়ার পর কেন এই আপত্তি- জানতে চাওয়া হলে রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে এর আগে পৌরসভা নির্বাচনে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু ইসি বিষয়টি আমলে নেয়নি।

এদিকে বিএনপির আপত্তির বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, আইন প্রণয়ন করে সংসদ। সংসদ দলীয়ভাবে ইউপি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এই আইনের আলোকে বিধিমালা করে গেজেট প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তফসিলও ঘোষণা করা হয়েছে।

এ পর্যায়ে ইসির করার কিছু করার নেই। তিনি দাবি করেন, পৌর নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হলেও এতে কোনো খারাপ পরিস্থিতি হয়নি। ইউপি ভোটেও কোনো সম্প্রীতি নষ্ট হবে না বা সংঘাত হবে না। - মানবকণ্ঠ
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে