নারায়ণগঞ্জ প্রতিনিধি : ডাকাতা সন্দেহে নারায়ণগঞ্জে আবারও একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাত ১টার দিকে আড়াইহাজার উপজেলার বাগদি এলাকায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ঢাকা-সিলেট মহাসড়কের বাগদি এলাকায় যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টার সময়ে এলাকার লোকজন একজনকে ডাকাত সন্দেহে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ডাকাত দলের অন্যরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাগদি এলাকায় রোববার রাতে যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টার সময় এলাকার লোকজন একজনকে ডাকাত সন্দেহে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ডাকাত দলের অন্যরা পালিয়ে যায়।
প্রসঙ্গত, এর আগে শনিবার ভোরে রূপগঞ্জে ডাকাত সন্দেহে পিটিয়ে ৩জন ও গত বছরের ১০ ডিসেম্বর আড়াইহাজারে ৮ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন