সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০৭:২৬

আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাহমুদুর রহমানকে

আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাহমুদুর রহমানকে

নিউজ ডেস্ক : ২০১৩ সালের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে। এ মামলায় তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। ৭০টি মামলায় জামিন পাওয়ার পর নতুন করে গ্রেপ্তার দেখানোয় আটকে গেল মাহমুদুর রহমানের মুক্তি। ২০১৩ সালের এপ্রিল থেকে কারারুদ্ধ আছেন মাহমুদুর রহমান।

রবিবার রাতে তাকে রাজধানীর শাহবাগ থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা নং-৫০/১/২০১৩। এ বিষয়ে শুনানির জন্য ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

মাহমুদুর রহমানের আইনজীবীরা জানান, ৭০টি মামলায় জামিন পেয়ে তিনি যখন মুক্তির প্রহর গুণছিলেন তখন তার মুক্তি আটকে দিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন রোববার বহাল রাখে আপিল বিভাগ। ফলে তার বিরুদ্ধে ইতোপূর্বে দায়ের করা ৭০টি মামলার সবকটিতে তিনি জামিনে থাকায় সহসাই তিনি মুক্তি পাবেন বলে জানিয়েছিলেন তার আইনজীবীরা।

মাহমুদুর রহমানের আইনজীবীরা জানান, রবিবার তাকে একটি মামলায় আদালতে হাজির করা হলে তিনি জানান যে বর্তমানে তার শারিরীক অবস্থা খুবই খারাপ। তার ওজন ৬০ কেজির নীচে নেমে গেছে। তার চোয়াল অপারেশন জরুরি হয়ে পড়েছে।
১৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে