নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা থেকে ৬ বছর বয়সী অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়। তবে প্রাথমিক তাদের নাম পরিচয় জানা যায়নি। গাজীপুর ও গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে ওই দুই অপহরণকারীকে আটক করা হয়।
রবিবার দিনের কোনো এক সময়ে অপহৃত ওই শিশুকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।
১৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস