এমটিনিউজ২৪ ডেস্ক : ফের ট্রেন দুর্ঘটনা! এক সপ্তাহের ব্যবধানে তৃতীয়বারের মতো গাইবান্ধার বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী কলেজ ট্রেনের (লোকাল) দুটি বগি লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) সকাল ৮টার দিকে বগুড়ার সুখানপুকুর স্টেশনে প্রবেশের সময় ২ নম্বর লাইনে ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হয়। তবে স্টেশনের ১ নম্বর লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক আছে।
বগুড়া রেলওয়ে স্টেশনের মাস্টার সাজেদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার রাতে গাবতলী স্টেশনে প্রবেশের সময় এই ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছিল।