এমটিনিউজ২৪ ডেস্ক : দিনাজপুর-ফুলবাড়ী সড়কের পাঁচবাড়ি এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের তথ্যমতে, ভোরের দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল কোচ এবং দিনাজপুর থেকে ঢাকাগামী আমবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও তিনজন মারা যায়।
আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।