শনিবার, ০৬ জুলাই, ২০২৪, ১২:৩৮:৪০

যে অভিনব কৌশলে চুরি করত মোবাইল! যেভাবে পুলিশের হাতে ধরা

যে অভিনব কৌশলে চুরি করত মোবাইল! যেভাবে পুলিশের হাতে ধরা

এমটিনিউজ২৪ ডেস্ক : ফরিদপুরের বিভিন্ন এলাকায় বরযাত্রী বেশে কৌশলে বিয়ে বাড়িতে ঢুকে লোকজনের পকেট থেকে মোবাইল ফোন হাতিয়ে নিত এক প্রতারক চক্রের দল। 

সম্প্রতি কয়েকটি বিয়ের অনুষ্ঠান থেকে অনেক ব্যক্তির মোবাইল ফোন হারানোর অভিযোগের পর মাঠে নামে পুলিশ। সিনেমার ন্যায় অভিনয় করে প্রতারক চক্রের মূল হোতা কালন শেখ সজীবকে গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানার পুলিশ কর্মকর্তা তন্ময় চক্রবর্তী। থানার এই উপপরিদর্শক (এসআই) কখনো বিদ্যুৎ বিভাগের লোক, কখনো এনজিও কর্মী সেজে সজীবের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) কালন শেখ সজীবকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযান কার্যক্রমের এক বিস্ময়কর বর্ণনা তুলে ধরেন পুলিশের এই কর্মকর্তা। গ্রেপ্তারকৃত যুবক কালন শেখ ওরফে সজীব (৩৩) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাকুরী গ্রামের চুন্নু শেখের ছেলে।

থানা সূত্রে জানা যায়, চলতি মাসের ১ তারিখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের হাবিবুর রহমানের শ্যালকের বরযাত্রীতে আসা বেশ কয়েকজনের মোবাইল হাতিয়ে নেওয়ার পরে লিখিত অভিযোগ করা হয় স্থানীয় থানায়। এরপর জড়িতদের গ্রেপ্তারের অভিযানে মাঠে নামে পুলিশ।

এই অভিযানের নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক তন্ময় চক্রবর্তী। তিনি সিনেমাটিক ভাবে অভিনয় করে প্রতারক চক্রের মূল হোতা কালন শেখ সজীবকে গ্রেপ্তার করে পাশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকা থেকে। তিনি একজন পুলিশ কর্মকর্তা হলেও কালনকে গ্রেপ্তার করতে কখনো বিদ্যুৎ বিভাগের লোক, কখনো এনজিও‘র কিস্তিওয়ালা সেজে তার অবস্থান শনাক্ত পর তাকে গ্রেপ্তার করেন।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, বেশ কয়েকটি বিয়ের অনুষ্ঠান থেকে মোবাইল চুরির ঘটনা ঘটে।

বিয়ে বাড়িতে যখন বর প্রবেশ করে, তখন কৌশলে তারা বরযাত্রীর বেশ ধারণ করে কনের বাড়িতে প্রবেশ করে মোবাইল হাতিয়ে নেওয়ার মৌখিক অভিযোগ পাই। সর্বশেষ গত শুক্রবার হাবিবুর রহমান নামে এক ব্যক্তির শ্যালকের বিয়ের অনুষ্ঠান থেকে মোবাইল চুরির ঘটনাটি অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়। ওই মামলার তদন্তে একজনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে দুটি মোবাইলও উদ্ধার করা হয়।

এই সূত্র ধরেই চোরচক্রের অন্যতম হোতা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাকুরী গ্রামের চুন্নু শেখের ছেলে কালন শেখ সজীবকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে হাবিবুর রহমানের দায়েরকৃত মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে অন্য জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে