শনিবার, ০৬ জুলাই, ২০২৪, ১০:৫০:২৫

ভেঙ্গে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম!

ভেঙ্গে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম!

এমটিনিউজ২৪ ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। ইতিমধ্যে প্লাবিত হয়েছে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়াসহ পার্শ্ববর্তী গ্রাম। শনিবার (৬ জুলাই) ভোররাতে বাঁধের একটি অংশ দিয়ে নদের পানি প্রবেশ করতে শুরু করে।

মিয়াপাড়ার বাসিন্দা আকবর আলী অভিযোগ করে বলেন, বাঁধ নির্মাণে বিলম্ব করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এভাবে পানি ঢুকতে থাকলে বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে। গরু, ছাগল উঁচু জায়গায় রেখে এসেছি। আমন চারাসহ অন্যান্য ফসল তলিয়ে গেছে। গ্রামবাসী আতঙ্কের মধ্যে আছি।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। বিষয়টি আমদের নজরে আছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, দুধকুমারের পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। দ্রুত সেখানে কাজ শুরু করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে