নিউজ ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নৌকার টিকিট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পদে তিনিই দলীয় মনোনয়ন প্রত্যয়ন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ইউপি নির্বাচনে মনোনয়ন দানের ব্যাপারে দল থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা জমা দিতে আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি ইসি সচিবালয়ে আসেন।
আগামী ২২ মার্চ দেশের ৭৫২ ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ২২ ফেব্রুয়ারি।
১৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস