মঙ্গলবার, ০৯ জুলাই, ২০২৪, ০২:৩২:৪৪

অবশেষে সুখবর, এক লাফে যত কমলো পেঁয়াজের দাম

অবশেষে সুখবর, এক লাফে যত কমলো পেঁয়াজের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : ভারত থেকে আমদানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় প্রভাব পড়েছে পেঁয়াজের দামে। একদিনের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজের দাম এক লাফে কমেছে তিন থেকে চার টাকা। টন প্রতি কমেছে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত।

মঙ্গলবার (৯ জুলাই) দিনাজপুরের হিলি বন্দরে আমদানি করা পেঁয়াজের প্রবেশ করতে দেখা যায়। এরপর সেখানে ভিড় করেন পাইকাররা। পেঁয়াজের দরদাম ও বিক্রি চলবে আজ সন্ধ্যা পর্যন্ত।

বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার রনি বলেন, ‘হিলি বন্দরে প্রতিদিন দুএক গাড়ি পেঁয়াজ আমদানি হলেও গত দুদিন থেকে সেটা আরও বেড়েছে। আমদানি বৃদ্ধি পাওয়ায় এর দামটাও কমেছে। যদি আর কিছুটা কমে আমাদের জন্য ভালো।’

বন্দরের আরেক পাইকার সেলিম বলেন, গত রোববার (৭ জুলাই) ভারতের ইন্দ্রজাতের পেঁয়াজের দাম ছিল ৮৬ টাকা কেজি আর নাসিকের দাম ছিল ৯৫ টাকা। একদিন পর অর্থাৎ সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় ইন্দ্রজাতের পেঁয়াজ বিক্রি হয় কেজিতে ৪ টাকা কমে ৮২ টাকা। একইভাবে নাসিক পেঁয়াজের দাম ও কমেছে কেজিতে ৩ টাকা।

বন্দরের পেঁয়াজ আমদানিকারক ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ পচনশীল কাঁচা পণ্য। বর্তমানে আবহাওয়া তেমন ভালো না। তার মধ্যে অতিরিক্ত গরম। পেঁয়াজের ট্রাকগুলো আসছে দুই থেকে আড়াই হাজার বা তিন হাজার কিলোমিটার দূর থেকে। যে কারণেই প্রতিদিনের বাজার দরে আমরা পেঁয়াজগুলো বিক্রি করে থাকি। রাখার কোনো সুযোগ নাই।

দাম কমার বিষয় ব্যবসায়ীরা বলেন, কাঁচা পণ্য কখনো দাম বাড়বে আবার কখনো কমবে, এভাবে আমাদের ব্যবসা চালিয়ে যেতে হয়।

হিলি বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন দুই এক গাড়ি পেঁয়াজ আমদানি হলেও গত দুদিন থেকে তা বুদ্ধি পেয়েছে। পেঁয়াজ পচনশীল কাঁচা পণ্য, কাস্টমসের শুল্কায়ন শেষে পণ্য দ্রুত ছাড়সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসের গেলো ৬ দিনে ভারতীয় ২০ ট্রাকে ৫৮২ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হলেও গত দুদিনে আমদানি হয়েছে ভারতীয় ১৩ ট্রাকে ৩৮০ মেট্রিকটন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে