মঙ্গলবার, ০৯ জুলাই, ২০২৪, ০২:৫৭:৪১

কুয়েত প্রবাসীদের জন্য এবার যে সুখবর

কুয়েত প্রবাসীদের জন্য এবার যে সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। স্থানীয় সময় সোমবার (৮ জুলাই) দায়িত্ব গ্রহণের পর তিনি কুয়েত প্রবাসীদের কাছে কনসুল্যার সেবা পৌঁছে দেয়ার জন্য কাজ করবেন বলে জানান।

সোমবার সকালে সৈয়দ তারেক হোসেন বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে পুষ্পস্তবক দেয়ার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় তার সঙ্গে দূতাবাসের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়ের শুরুতে সৈয়দ তারেক হোসেন তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। আর কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি কুয়েত দূতাবাসের কনস্যুলার সেবার মান আরও সহজ এবং উন্নত করার পাশাপাশি দূতাবাসকে প্রবাসীবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দেয়ার জন্য কুয়েতের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা চালুর কথা বলেন তিনি।

এছাড়াও তার মেয়াদকালে তিনি কুয়েত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হবে হবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি দুই দেশের মধ্যকার কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি ও উচ্চ পর্যায়ের  সফরের ওপর গুরুত্বারোপ করেন। আর কুয়েতের স্বাস্থ্য, প্রযুক্তি, প্রকৌশল এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি দক্ষ জনবল নিয়োগের জন্য কাজ করবেন বলে জানান।

একইসঙ্গে দুই দেশের ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বৃদ্ধি এবং এতে নতুন ক্ষেত্র তৈরির জন্য কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন। তিনি কুয়েতের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক আরও শক্তিশালী এবং সহযোগিতামূলক করার কথা উল্লেখ করেন।

তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে রাষ্ট্রীয় আইন-কানুন মেনে চলার আহ্বান জানান। আর প্রবাসে কষ্টার্জিত অর্থ বৈধ চ্যানেলে দেশে পাঠানোর জন্য অনুরোধ করেন। সবশেষে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে