রাজশাহী: পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবীতে রাজশাহীর বাঘায় পুলিশের সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের আসবাবপত্র ভাঙচুর করে। উক্ত সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৪ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার দুপুরে উপজেলা সদরের শাহদৌলা ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে বাঘা থানা পুলিশ বিক্ষোভ কর্মসূচিতে বাধা সৃষ্টি করলে প্রথমে উত্তেজনা পরে তা সংঘর্ষে রূপ নেই। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
এ ঘটনায় বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শ্রী ধীরেন্দ্রনাথ, এসআই মির্জা হাসান ও কনস্টেবল তোতা গুরুতর আহত হন। এছাড়া পুলিশের লাঠিচার্জে ওই কলেজের প্রভাষক ও আওয়ামী লীগ নেতা আবুবক্কর সিদ্দিকের ছেলে দুর্জয়, শিক্ষার্থী আাসিফ, মেহেদী, পলাশসহ অন্তত ১৪ জন আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, বাঘা শাহদৌল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তাদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তেঁথুলিয়ার পরিবর্তে বাঘা সদরে করার দাবিতে প্রথমে বিক্ষোভ মিছিল বের করে। এরপর মিছিলটি উপজেলা পরিষদ চত্বর পদক্ষিণ করে ফিরে আসার সড়ক অবরোধ করে। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ এসে তাদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘাত, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে।
পরবর্তিতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহামুদ
১৫ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম