সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১০:৩১:১৫

যে নতুন সুখবর 'নগদ' গ্রাহকদের জন্য

যে নতুন সুখবর 'নগদ' গ্রাহকদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : নতুন সুখবর, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও নগদ লিমিটেডের মধ্যে রেমিট্যান্স সেবা সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।

সোমবার (১৫ জুলাই) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি সই হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির ফলে এখন থেকে নগদের গ্রাহকরা ইসলামী ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বের ২০০টিরও বেশি দেশ থেকে পাঠানো রেমিট্যান্স সংগ্রহ করতে পারবেন এবং সর্বনিম্ন ক্যাশ আউট চার্জে টাকা উত্তোলন করতে পারবেন।

ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মিফতাহ উদ্দীন এবং নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা এবং নগদের নির্বাহী চেয়ারম্যান ও সিইও তানভীর এ মিশুক।

চুক্তি সই অনুষ্ঠানে আরও ছিলেন– ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মো. আলতাফ হুসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আ ফ ম কামালউদ্দিন ও কাজী মো. রেজাউল করিম, ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে