এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের আন্দোলন ১ মাস স্থগিত করতে বলেছেন চুনারুঘাট-মাধবপুরের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মঙ্গলবার (১৬ জুলাই) হাইকোর্টের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আরও বলেছেন, প্রয়োজনে আপনাদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আপনাদের দাবি জানাবো।
ব্যারিস্টার সুমন বলেন, ‘বিষয়টি এখন আদালতের কাছে। আদালত চার সপ্তাহ সময় নিয়েছেন। তাই শিক্ষার্থীদের বলব তারা যেনো একটা মাস অপেক্ষা করেন।’