এমটিনিউজ২৪ ডেস্ক : পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। শামীম ওসমানের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ইতোমধ্যে ফেসবুকে শামীম ওসমানের ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন তার একমাত্র ছেলে ইমতিনান অয়ন ওসমান৷
তিনি হাসপাতালের বেডে শুয়ে থাকা শামীম ওসমানের একটি ছবি শেয়ার করে লিখেছেন, আমার বাবাকে দোয়া করবেন।
এর আগে, মঙ্গলবার সপরিবারে আমেরিকা সফর শেষে দেশে ফেরেন শামীম ওসমান। তিনি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ মোট চারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।