এমটিনিউজ২৪ ডেস্ক : সাভারের আশুলিয়ার একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
এ তথ্য নিশ্চিত করেছেন মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাইম মাসুম।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।