বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ০৭:৪৯:৪৩

আত্মসমর্পণ ২৮৮ কয়েদির

আত্মসমর্পণ ২৮৮ কয়েদির

এমটিনিউজ২৪ ডেস্ক : নরসিংদী জেলা কারাগারে দুর্বৃত্তরা হামলা ও অগ্নিসংযোগ করে অস্ত্র লুটের সময় ৮২৬ কয়েদি পালিয়ে গেছেন। এর মধ্যে বুধবার (২৪ জুলাই) বিকেল পর্যন্ত ২৮৮ জন আত্মসমর্পণ করেছেন। তারা নরসিংদী জেলা দায়রা জজ আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করছেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কোটা আন্দোলনের সময় গত শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নরসিংদী জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে ৮২৬ জন আসামি নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তারা কারাগারের অস্ত্রাগার থেকে ৮৫টি অস্ত্র ও ৮ হাজার গুলি লুট করে নিয়ে যায়। এ ঘটনার পরদিন শনিবার থেকেই কিছু আসামি জেলখানায় ফিরে এলেও তাদের রাখার পরিবেশ না থাকায় কারা কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দিয়েছে। এরপর গত সোমবার জেলা প্রশাসনের আহ্বানে জেল পালানো আসামিরা আত্মসমর্পণ শুরু করেন।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মাধ্যমে ১৫৫ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। এর আগে গত সোমবার ৫ জন ও গত মঙ্গলবার ১২৮ জন আসামি আত্মসমর্পণ করে। 

এদিকে গতকাল দুপুর দেড়টায় জেলা কারাগার পরিদর্শনে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি ২০ মিনিট সেখানে অবস্থান করে সড়ক পথে ফিরে যান।

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম বলেন, ‘আসামিদের যাতে বাড়তি ঝামেলা পোহাতে না হয় সে জন্য নরসিংদী জেলা আইনজীবী সমিতি জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক ও  পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে গত মঙ্গলবার থেকে তাদেরকে আত্মসমর্পণের ব্যবস্থা করেছি। আজকে ১৫৫ জন আসামি আত্মসমর্পণ করেছেন।’

এর আগে গত মঙ্গলবার ১২৮ জন ও সোমবার পাঁচজন আসামি আত্মসমর্পণ করেন। নরসিংদী জেলা আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মাহবুবার রহমান সরকারের তত্ত্বাবধানে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হকের বিশেষ আদালতে আসামিকে আত্মসমর্পণ করানো হয়। পরে আদালতের সার্বিক প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে