এমটিনিউজ২৪ ডেস্ক : সুখবর, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত দুই দিনে ২ হাজার ৯৭৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। মঙ্গলবার ও বুধবার (২৪ জুলাই) আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ নিয়ে আসেন। এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম।
মাইনুল ইসলাম জানান, কারফিউ’র কারণে গত রোববার ও সোমবার ভারত থেকে পেঁয়াজসহ সব ধরণের পণ্য আমদানি বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়। এদিন ৮১টি ট্রাক ও বুধবার ৪৩টি ট্রাকে পেঁয়াজ আমদানি হয়। ফলে এই স্থলবন্দর দিয়ে গত দুই দিনে ১২৪ ট্রাকে ২ হাজার ৯৭৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়।
এদিকে, ভারত থেকে আমদানি হওয়ায় পেঁয়াজের দাম স্থানীয় বাজারে নিম্নমুখী। দুই দিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যপণ্যটির দাম কমেছে এক লাফে কেজিতে ৩ টাকা। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম ৮৬ টাকা। গত সোমবার পেঁয়াজ বিক্রি হয়েছিল প্রতিকেজি ৮৯ টাকা দরে।