এমটিনিউজ২৪ ডেস্ক : দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনও বন্ধ রয়েছে ফেসবুক ও টিকটকের মতো জনপ্রিয় দুটি অ্যাপ। কবে এ দুটি অ্যাপের সেবা পাওয়া যাবে এমন প্রশ্নই এখন ঘুরছে সবার।
এ বিষয়ে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক সংবাদমাধ্যমকে বলেন, মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। এরপর বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৩টা থেকে চালু করা শুরু হয় গুগলের সব সার্ভিস।
ইমদাদুল হক আরও বলেন, গুগলের সব সেবা চালু হওয়ায় ধীরে ধীরে নেটের গতি বাড়বে আশা করছি। তবে ফোরজি মোবাইল ইন্টারনেট এখনও চালু না হওয়ায় ফেসবুক, টিকটক, আকামাই, বাইসান এই চারটি সার্ভার বন্ধ রয়েছে। এ সার্ভারগুলো আপ হতে আরও সময় লাগবে।