এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বের ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার দুপুরে রেল ভবনে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে রেলপথমন্ত্রী জিল্লুর হাকিম বলেন, ‘আগামী ১ আগস্ট থেকে সীমিত পরিসরে স্বল্প দূরত্বের ট্রেন চলবে। এক্ষেত্রে কারফিউ শিথিল থাকাকালীন ট্রেনগুলো চলাচল করবে। স্বল্প পরিসরে শুধু কমিউটার ও লোকাল ট্রেন চলবে। তবে আন্তঃনগর ট্রেন চলাচলে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি।’
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। পরিস্থিতির অবনতি ঘটায় ১৮ জুলাই থেকে প্রায় সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে সীমিত পরিসরে চালুর সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসে রেল কর্তৃপক্ষ।