বৃহস্পতিবার, ০১ আগস্ট, ২০২৪, ১২:৩৩:২৩

মাসে জমা মাত্র ২ হাজার টাকা, সুযোগ এবার মিলিয়নিয়ার হওয়ার

মাসে জমা মাত্র ২ হাজার টাকা, সুযোগ এবার মিলিয়নিয়ার হওয়ার

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রতিমাসে মাত্র ২ হাজার টাকা জমিয়ে হয়ে যেতে পারবেন মিলিয়নিয়ার বা দশ লাখ টাকার মালিক। নির্দিষ্ট মেয়াদের মধ্যে আপনি ব্যাংকে জমা করবেন মাত্র ৪ লাখ ৮০ হাজার টাকা। বাকি ৫ লাখ ২০ হাজার টাকা মুনাফা হিসেবে দেবে ব্যাংক। এতে সময় লাগবে ২০ বছর।

সুবিধাটি দিচ্ছে রাষ্ট্র-মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি।

রূপালী মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম বা আরএমডিএস নামের এই স্কিমে ৫ থেকে ১৫ বছর মেয়াদেও টাকা জমাতে পারবেন। সেক্ষেত্রে বাড়বে জমার পরিমাণ। ৫ বছরে মিলিয়নিয়ার হতে চাইলে প্রতি মাসে আপনাকে জমাতে হবে ১৪ হাজার ১শ টাকা। ১০ বছরের জন্য জমাতে হবে ৫ হাজার ৯শ টাকা। ১৫ বছরে দশ লাখ টাকার মালিক হতে চাইলে প্রতি মাসে জমা করবেন ৩ হাজার ২৫০ টাকা।

আরো বেশ কিছু আকর্ষণীয় সুবিধা রয়েছে এই স্কিমে যা সচরাচর অন্য ব্যাংকে পাওয়া যায় না। যেমন, চাইলে আপনি মাসের যেকোন তারিখে টাকা জমা করতে পারবেন। মাসের শেষ দিনে কিস্তি জমা দিলেও কোন জরিমানা গুণতে হবে না। পর পর দুই মাস কিস্তি দিতে না পরলেও স্কিম নষ্ট হবে না।

তৃতীয় মাসে খুব সামান্য জরিমানা দিয়ে বকেয়া কিস্তি জমা করে দিতে পারবেন। বিশেষ এই সুবিধাগুলোর পাশাপাশি ডিপোজিটের বিপরীতে অন্যান্য ব্যাংকের মতো এখানেও ঋণ সুবিধা পাবেন। অর্থাৎ, মেয়াদ শেষ হওয়ার আগেই যদি আপনার জরুরি টাকার প্রয়োজন হয় তাহলে জমা টাকার বিপরীতে ‍ঋণ নিতে পারবেন ব্যাংক থেকে।

মিলিয়নিয়ার হওয়ার এই সহজ সুযোগ নিতে চলে যেতে পারেন আপনার নিকটস্ত রূপালী ব্যাংকের যে কোন শাখায়। সাথে নিয়ে যাবেন আপনার এবং নমিনির জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি, আপনার দুই কপি ও নমিনির এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে এর ফটোকপি একটি। বাংলাদেশের যেকোন শাখা থেকে এই কিস্তির টাকা জমা দিতে পারবেন আপনার একাউন্টে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে