স্পোর্টস ডেস্ক : গত এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি হয় পাকিস্তানের সাবেক লেগস্পিনার মুশতাক আহমেদের। প্রাথমিক চুক্তি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই থাকার কথা ছিল তার।
তবে দলের সাফল্যে মুশতাককে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যায় বিসিবি। তবে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় পাকিস্তান সফরে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় ছিল বিসিবি। সেই শঙ্কা কেটে গেছে।
চলতি মাসেই পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। এই সফরে টাইগাররা খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ। এই সিরিজকে সামনে রেখে চলছে প্রস্তুতি, সরগরম হয়ে উঠেছে ক্রিকেটাঙ্গন। সফরের দল ঘোষণা নিয়েও চলছে তোড়জোড়। এরই মাঝে সুখবর, পাকিস্তানে দলের সঙ্গে থাকবেন স্পিন কোচ মুশতাক। বুধবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস নিশ্চিত করেছেন বিষয়টি, ‘পাকিস্তান সিরিজে মুশতাক আহমেদ অ্যাভেইলেবল (পাওয়া যাবে)।’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুশতাকের ছোঁয়ায় জ্বলে উঠেছিলেন রিশাদ হোসেন। মূলত সে সময়ই এই কোচকে ধরে রাখার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। যদিও এই পাকিস্তানি যুক্ত হয়ে যান অন্যত্র। সে কারণেই পাকিস্তান সিরিজে থাকলেও বছরের বাকি সময়ে তাকে পাওয়া যাবে না। জালাল যেমনটা বললেন, ‘সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য বাকি সিরিজগুলোয় থাকতে পারছে না। সে ডিসেম্বর পর্যন্ত ব্যস্ত। তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করা যায় কি না। বলছি না যে করা যাবে। কিন্তু এখন পর্যন্ত ইতিবাচক…দেখা যাক, তার সঙ্গে আলাপ-আলোচনা করার পর বোঝা যাবে।’
আলাপ-আলোচনায় এরই মধ্যে একটা বিষয় পরিষ্কার-পাকিস্তান সফরে দলের সঙ্গী হচ্ছেন সাকিব আল হাসান। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করা তারকা অলরাউন্ডার ঢাকায় প্রস্তুতি পর্বে থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। এ প্রসঙ্গে জালাল বলেছেন, ‘সে টেস্টে অ্যাভেইলেবল। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দুয়েক দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। ওকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’
এর থেকেও বড় খবর হতে পারে পাকিস্তান সফরে তাসকিন আহমেদের ফেরার সম্ভাবনা। চলতি বছরের মার্চে শ্রীলঙ্কা সিরিজের আগে ডানহাতি পেসার জানান, টেস্ট ক্রিকেট থেকে বিরতিতে যাচ্ছেন। এই সংস্করণের দলে তাকে যেন বিবেচনা না করা হয়, বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিসিবিকেও জানিয়ে দেন। মূলত ক্যারিয়ার লম্বা করতে এবং চোটমুক্ত থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তাসকিন। সিদ্ধান্ত মেনে তাকে শ্রীলঙ্কা সিরিজে রাখা হয়নি। বিরতি শেষে সেই তাসকিন আবার টেস্টে ফিরতে চাইছেন। পাকিস্তান সফরেই ফিরতে পারেন তিনি। এ বিষয়ে জালাল বলেন, ‘তাসকিনের একটা মূল্যায়ন ছিল। ওটা হয়ে গেছে। ওকে বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে, তখন আপনারা বুঝতে পারবেন।’
লম্বা সময় ধরে চোটের সঙ্গে লড়াই করছেন আরেক পেসার ইবাদত হোসেন। ধীরে ধীরে উন্নতি হচ্ছে তার। পাকিস্তান সফরে থাকছেন না, তবে ভারত সফরে তাকে পাওয়ার আশা আছে। এ প্রসঙ্গে জালাল বলেছেন, ‘ইবাদত এখনও রিকভার করছে। আমাদের কাছে সবশেষ খবর হচ্ছে…সে ৭০ শতাংশের মতো সুস্থ হয়ে উঠেছে। আশা করি আগামী দুই মাসের মধ্যে আরও কিছু উন্নতি করবে। এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছে।’