বৃহস্পতিবার, ০১ আগস্ট, ২০২৪, ০৫:০৯:০৩

বড় সুখবর, থাকবে না মোবাইল ডাটার কোনো মেয়াদ

বড় সুখবর, থাকবে না মোবাইল ডাটার কোনো মেয়াদ

এমটিনিউজ২৪ ডেস্ক : মোবাইল ডাটার যেন মেয়াদ না থাকে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, কেউ না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে টেলিকম খাতসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

পলক বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে চলমান সহিংসতায় এ পর্যন্ত অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্য মিলে প্রায় ১৮ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সাম্প্রতিক সহিংসতার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সাত লাখ ফ্রিল্যান্সারকে ক্যাশ ইনসেনটিভ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্রিল্যান্সারদের একটা প্রণোদনা দিতে চাই, ইন্টারনেটের দাম আরও কমানো যায় সেজন্য কাজ করা হচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে