স্পোর্টস ডেস্ক: ভারতে চলমান সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা দরিদ্র দুই স্বর্ণকন্যা মাবিয়া ও শিলার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বাসাবাড়ি নির্মাণের পাশাপাশি মানসম্মত জীবন-জীবিকার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশের কথা জানান বলে নিশ্চিত করেছে বৈঠকের একটি সূত্র।
ভারতের গুয়াহাটি ও শিলংয়ে ১২তম এসএ গেমসে স্বর্ণ পদক অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনেন মাবিয়া আক্তার ও মাহফুজা আক্তার শিলা। ২৩টি ডিসিপ্লিনের মধ্যে অন্যতম ভারোত্তলনে স্বর্ণ জিতেন মাবিয়া। ৭ ফেব্রুয়ারি মাবিয়া আক্তারের মাধ্যমে প্রথম স্বর্ণ পদক পায় বাংলাদেশ। একইভাবে মাহফুজা আক্তার শিলা সাতারে দুই ক্যাটাগরিতে দু'টি স্বর্ণ পদক জিতে বাংলাদেশের জন্য অনন্য গৌরব বয়ে আনেন। দেশের জন্য গৌরব বয়ে আনা দুই স্বর্ণকন্যা মাবিয়া ও শিলার পরিবার অত্যন্ত দরিদ্র। আর্থিক অসচ্ছ্বলতার মধ্যে তাদের দিন কাটে।
মন্ত্রিসভার বৈঠক শেষে একাধিক সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় মাবিয়া ও শিলার দরিদ্র পরিবারের অসহায় জীবনযাপনের চিত্র তুলে ধরা হয়। দেশের জন্য গৌরব বয়ে আনা দুই স্বর্ণকন্যার পরিবার যাতে ভালো জায়গায় থাকতে পারে এ ব্যাপারে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এছাড়াও ভারতের মাটিতে রেকর্ড গড়ায় বাংলাদেশি এ দুই কন্যাকে ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রধানমন্ত্রী বাড়ি করে দেবেন বলে জানা গেছে।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস