ঢাকা: বৃক্ষমানব খ্যাত খুলনার আবুল বাজনদরের শরীরের বাড়তি অংশ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তাররা। বাজনদরের শরীরে প্রাথমিক অস্ত্রোপচার শুরু হবে আগামী শনিবার। অপারেশন যেন সফল হয় সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাজনদর। আবুল বাজনদর বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার বার্ন ইউনিটের চিকিৎসক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, আবুলের দেহে প্রথম পর্যায়ের অস্ত্রোপচার করে বেড়ে ওঠা বাড়তি অংশ কেটে ফেলে দেয়া হবে। এতে তিনি অধিকতর আরাম বোধ করবেন।
পরে হয়তো আরও অস্ত্রোপচার করা হবে। তবে এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। আবুল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভিতে আক্রান্ত। তিনি এই রোগে আক্রান্ত বিশ্বের তিন নম্বর ব্যক্তি। গত ৩০ জানুয়ারি আবুল বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
১৫ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম