সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৫৯:৫১

গানের আসর থেকে ৪০ শিল্পী-ভক্ত আটক

গানের আসর থেকে ৪০ শিল্পী-ভক্ত আটক

ঢাকা : রাজধানীর মিরপুরের একটি ক্যাফের ভেতর বাউল গানের আসর থেকে ৪০ শিল্পী ও ভক্তকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

রোববার রাতে মিরপুরের বেনারসি পল্লীর ১নং গলির ‘হট ভার্সেস কুল’ কফি হাউস থেকে তাদের আটক করা হয়।  এসময় পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

আসামিদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় গণ-উপদ্রব আইনে মামলা দেয়া হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহবুব হোসেন জানান, উচ্চস্বরে গান গেয়ে এলাকার মানুষকে বিরক্ত করায় তাদের গ্রেফতার করা হয়।  তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বাউল সঙ্গীতের আসরে উপস্থিত এক ব্যক্তি বলেন, কফি হাউজের শাটার বন্ধ করে মাইক ছাড়া বাউল সঙ্গীত পরিবেশন করা হচ্ছিল।  পুলিশ এসে সবাইকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।  এ সময় কয়েকজনকে মারধরও করা হয় বলে জানান তিনি।  

এসি মাহবুব হোসেন বলেন, তারা দোষ করায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় পাঠানো হয়েছে।  তারা অশ্লীল নৃত্য পরিবেশন করে এলাকার মানুষকে বিরক্ত করছিল।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে