শুক্রবার, ০৯ আগস্ট, ২০২৪, ০৪:০৮:০১

উপদেষ্টা হলেন নাহিদ-আসিফ, আর এতে যা জানালেন সারজিস

উপদেষ্টা হলেন নাহিদ-আসিফ, আর এতে যা জানালেন সারজিস

এমটিনিউজ২৪ ডেস্ক : সদ্যগঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন আরেক সমন্বয়ক সারজিস আলম। পাশাপাশি তারা এ সময় উপদেষ্টা হয়ে দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) দিনগত রাত ১টা ১৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এসব বলেন।

সেই পোস্টে সারজিস লেখেন, ‘প্রথমেই নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন।

এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে স্যাক্রিফাইসও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারবেন না। ’

 তিনি আরো লিখেছেন, ‘আমি বিশ্বাস করি তারা দুজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে। জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে। আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে।’

২০২৪ সালের এই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন- বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে জানিয়ে সারজিস লিখেছেন, ‘এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে। কেউ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে। আবার কেউ হয়ত সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে।

নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়ে সারজিস লেখেন, ‘দেশের মানুষ যদি চায়, নিশ্চয় ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে