মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৪৬:৪৬

কোনো সমন্বয় নেই বিএনপিতে

কোনো সমন্বয় নেই বিএনপিতে

মাহমুদ আজহার : মনোনয়নপত্র দাখিলের এক সপ্তাহ আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-সমর্থিত প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠাতে নির্দেশনা দিয়েছিল বিএনপি। গতকাল নির্ধারিত সময় পর্যন্ত সংশ্লিষ্ট কোনো এলাকা থেকেই প্রার্থী তালিকা পাঠানো হয়নি।

গতকাল সন্ধ্যা পর্যন্ত ইউপি চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্রে কে সই করবেন— তাও চূড়ান্ত হয়নি। তবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের মনোনয়নপত্রে সই করতে পারেন। দু-একদিনের মধ্যে তা চূড়ান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে পৌর নির্বাচনে দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান প্রার্থী মনোনয়নপত্রে সই করেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রথম ধাপের ভোটগ্রহণ ২২ মার্চ। মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। আপিল দাখিল ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে ২ মার্চ।

গত শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির দফতর সম্পাদক রুহুল কবীর রিজভী জানান, ‘ইউপি নির্বাচনে দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেয়ারম্যান মনোনয়নের ক্ষেত্রে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই পাঁচজন যৌথভাবে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদনের জন্য সুপারিশ করবেন।’

সুপারিশ করা প্রার্থীরা নির্ভুল নাম এবং ভোটার আইডি নম্বর (ভোটার তালিকা থেকে সংগৃহীত) জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সংগ্রহ করে মনোনয়নপত্র দাখিলের সাত দিন আগে অবশ্যই দলটির কেন্দ্রীয় দফতরে পৌঁছানোর জন্য অনুরোধ করেন রিজভী। জানা যায়, ওই দিন বিকালেই জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি চিঠি পাঠানো হয়।

কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল খোঁজ নিয়ে জানা যায়, কোনো এলাকা থেকেই প্রার্থী তালিকা কেন্দ্রে আসেনি। এ নিয়ে কারা কাজ করছেন, তাও দফতরের এক কর্মকর্তা জানাতে পারেননি। দলের দুজন সহ-দফতর সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি। এ নিয়ে বিএনপিতে সমন্বয়হীনতা কাজ করছে।

পঞ্চগড়ের ৩ নং তেঁতুলিয়া ইউপি নির্বাচনে বিএনপি-সমর্থিত দুজন প্রার্থী শাহাদাত হোসেন রঞ্জু ও সাইদুর রহমান বাবলু দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। তা উপজেলা বিএনপির কাছে জমা দেওয়া হয়েছে। আজকালের মধ্যে একক প্রার্থী চূড়ান্ত করে জেলা পর্যায়ে পাঠানো হবে।

এরপর জেলা তা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাবে। শুধু তেঁতুলিয়ায় নয়, সারা দেশেই দলীয়ভাবে মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে বিএনপিতে। সব ইউপিতেই বিএনপির একাধিক প্রার্থী। তিন বা চারজন প্রার্থীও আছে অনেক এলাকায়। এ নিয়ে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতারা হিমশিম খাচ্ছেন।

জানা যায়, ইউনিয়ন ও উপজেলা বিএনপি একক প্রার্থী দিতে ব্যর্থ হলে একাধিক তালিকা কেন্দ্রে পাঠাবে। কেন্দ্র থেকে খোঁজখবর নিয়ে একক প্রার্থী চূড়ান্ত করবে। তবে কোনোভাবেই জেলা হস্তক্ষেপ করবে না। তবে জেলা বিএনপির নেতারা নানাভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন বলে বিভিন্ন এলাকার ইউপির সম্ভাব্য প্রার্থীরা অভিযোগ করেছেন।

তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সময় শেষ হয়ে যায়নি। তৃণমূল থেকে কেন্দ্রে প্রার্থী তালিকা আসছে। মনোনয়নপত্র দাখিলের আগেই সব প্রার্থী তালিকা চলে আসবে বলে আমরা আশা করছি। ইউপি মনোনয়নপত্রে অন্তত সাড়ে ৩ হাজার স্বাক্ষর করতে হবে। নিয়ম অনুযায়ী চেয়ারপারসন কিংবা মহাসচিব মনোনয়নপত্রে সই করবেন। চেয়ারপারসন যে কাউকে দায়িত্ব দিতে পারেন। এটা দু-একদিনের মধ্যেই চূড়ান্ত হবে।

দলের দফতর সম্পাদক রুহুল কবীর রিজভী আরও বলেন, প্রার্থী তালিকা আসতে শুরু করেছে। শিগগিরই সব চলে আসবে। প্রার্থীদের মনোনয়নপত্রে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সই করতে পারেন বলেও জানান তিনি। বিডি প্রতিদিন
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে