মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:১০:৫৩

‘পাকিস্তানের দূতাবাস কাশিম বাজার কুঠিতে পরিণত হয়েছে’

‘পাকিস্তানের দূতাবাস কাশিম বাজার কুঠিতে পরিণত হয়েছে’

শরীয়তপুর: বাংলাদেশে অবস্থিত পাকিস্তানের দূতাবাসটি কাশিম বাজার কুঠিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।

সোমবার সন্ধ্যায় শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় আন্তর্জাতিক ওয়ার্ক ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, পাকিস্তানের এই দুতাবাসটিতে বসে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধ নিয়ে সমালোচনা করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ টিপু মুন্সী এমপি, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, সমাজ উন্নয়ন বিষয়ক জাতীয় কমিটির সভাপতি আবু আলম মোঃ শহিদ খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, স্কাউটস কুরিয়ান প্রতিনিধি সি.প্যাং. স্যাং প্রমুখসহ বাংলাদেশ, জাপান, কোরিয়া ও তাইওয়ানের স্কাউট প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে