ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাময়িক বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক।
সোমবার রাত ৯টার দিকে খালেদার গুলশান কার্যালয়ে গিয়ে তিনি সাক্ষাৎ করেন ।
এ সময় দলীয় প্রধান আরিফুল হক ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এছাড়ও আরিফের স্ত্রীকে ধৈর্য্য রাখার পরামর্শ দেন তিনি।
খালেদার সঙ্গে সাক্ষাৎ শেষে আরিফের স্ত্রী শামা হক জানান, তিনি গত সপ্তাহে আরিফুল হকের সঙ্গে দেখা করতে ঢাকায় গিয়েছিলেন। পরে সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করেন। রাত ৯টার দিকে তিনি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যান।
তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে প্রায় ৩৫ মিনিট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন। এ সময় খালেদা আরিফুল হকের বর্তমান অবস্থা ও পরিবারের সকল সদস্যের কথা জানতে চান। তিনিও সব বিষয়ে খালেদাকে জানান।
সাক্ষাৎকালে আরিফুল হকের স্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ পাঠ্যপুস্তক বিক্রয় মুদ্রণ কমিটির সাবেক সভাপতি তোফায়েল আহমদ।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম