ঢাকা: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথেই দেশেরও বাড়ানো হয়। কিন্তু আন্তর্জাতিক বাজারে এখন অতিতের সব রেকর্ড ভেঙে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন। তবুও দেশের বাজারে দাম কমানো হয়নি। এ অবস্থায় সরকারও সমালোচনার মুখে পড়েছেন।
এমন বাস্তবতায় সোমবার সন্ধ্যায় বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানিয়েছেন জ্বালানি তেলের দাম ৫ থেকে ১০ টাকা কমতে পারে।
তেলের দাম কমানোর বিষয়ে অর্থমন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ জ্বালানি মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীন হওয়ায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর (প্রধানমন্ত্রী) সঙ্গে কথা বলতে হবে বলে জানান তিনি। তবে কবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে এবং কবে সিদ্ধান্ত হবে-এসব ব্যাপারে আর কিছু বলেননি তিনি।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম