ঢাকা: এবারের একুশে বইমেলা থেকে ‘হূমায়ূন আহমেদের শেষ দিনগুলি’ নামে একটি বই জব্দ করেছে টাস্কফোর্স। বাংলাপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত বইটি লিখেছেন বিশ্বজিৎ সাহা। খবরের সত্যতা নিশ্চিত করেছেন এসআই মামুনুর রশীদ।
তিনি জানান, বিশ্বজিৎ সাহা রচিত বইটিতে নানা ভুল তথ্য আছে, এই মর্মে হূমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন আদালতে মামলা করেছেন। যা আদালতে বিচরাধীন। এ প্রেক্ষিতেই বইটি জব্দ করা হয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রকাশনীর এক প্রতিনিধি জানান, শাওনের উকিলের নোটিশের ভিত্তিতে বইটি জব্দ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম