ঢাকা: রাজধানীর আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাঞ্ছনার ঘটনায় আদালত এ গ্রেফতারি পরোয়ান জারি করেছে।
মঙ্গলবার সকালে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দীন আহমেদ রতনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
১ ফেব্রুয়ারি মামলা দায়ের ওই ছাত্রী নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম