মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৪১:৩০

২৫ টাকায় বাংলাদেশ ভ্রমণ

২৫ টাকায় বাংলাদেশ ভ্রমণ

নিউজ ডেস্ক: শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্ত দিয়ে মাত্র ২৫ টাকা খরচ করেই বাংলাদেশে ঘুরে আসতে পারবে ভারতীয়রা। খবর- আনন্দবাজার পত্রিকা।

পত্রিকাটি বলছে, ভারতের শিলিগুড়ি থেকে অটো দিয়ে ফুলবাড়ি আসতে ভাড়া লাগবে ১৫ টাকা। সেখান রিক্সাযোগে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত আসতে লাগবে আরও ১০ টাকা। ব্যচ, মাত্র ২৫ টাকায় সপরিবারে পাসপোর্ট-ভিসা নিয়ে বাংলাদেশ ভ্রমণ।

প্রতিবেদনে বলা হয়, কাগজপত্র ও পরিচয় ঠিক থাকলে সারাদিন বাংলাদেশ ঘুরে দিব্যি সন্ধ্যার আগে নিজ শহরে ফিরতে কোনো বাধা থাকবে না। শুধু শিলিগুড়ি নয় আন্তর্জাতিক তিনটি দেশ ও ভবিষ্যতে নাথুলা খুলে গেলে মোট চারটি দেশের সঙ্গে করিডোর হিসেবে শিলিগুড়ির গুরুত্ব বৃদ্ধি পাবে। এছাড়া শিলিগুড়ি ও দার্জিলিং পাহাড়ের শিক্ষাকেন্দ্রগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের আরো বেশি যোগ দানের আশা করছে তারা।
 
শিলিগুড়ি পুলিশের ডিসি সদর ইন্দ্র চক্রবর্তী বলেন, আগামী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ফুলবাড়ি সীমান্ত খুলে দেয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে দেশটি। এছাড়া ইতোমধ্যে সীমান্ত খুলে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে