ঢাকা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের টিকিট দেবেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে বিএনপির চেয়ারপারসনের পাশাপাশি সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচনের বিধান রেখে দলীয় গঠনতন্ত্র সংশোধনীর তথ্য অবহিত করার পর এ কথা জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে সংশ্লিষ্ট থানার সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সুপারিশের ভিত্তিতে।
রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম