মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩০:৫৪

খালেদা জিয়াকে বিদায় দিতে হবে : হাছান মাহমুদ

খালেদা জিয়াকে বিদায় দিতে হবে : হাছান মাহমুদ

ঢাকা : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নেতৃত্বে পরিবর্তন না হলে সংকট কাটবে না বিএনপির।  রাজনীতিকে কলুষিত মুক্ত করতে খালেদা জিয়াসহ যারা পাকিস্তানের স্বার্থ সংরক্ষণ করেন তাদের বিদায় দিতে হবে।  

এজন্য কাউন্সিলে খালেদা জিয়াকে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব বেছে নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।   

শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থা এ  আলোচনা সভার আয়োজন করে।

কাউন্সিলের মাধ্যমে বিএনপি সংকট কাটিয়ে উঠবে- মির্জা ফখরুলের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, কাউন্সিলের মাধ্যমে বিএনপি যদি নেতৃত্বের পরিবর্তন না করে তাহলে তাদের সংকট কাটবে না।


তিনি বলেন, যারা প্রত্যাখানের রাজনীতি বিশ্বাস করে এবং যাদের হাতে পোড়া মানুষের গন্ধ আর রক্ত আছে তাদের সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব বেছে নিতে হবে।  তাহলেই সংকট কাটবে বিএনপির।

তিনি বলেন, বিএনপি আজ সংকটে পড়েছে।  বিএনপি সংঘাতময় রাজনীতি করে, সমঝোতার রাজনীতি চায় না।  আমরা যে আলোচনা সমঝোতা চাই তারা তা চায়নি।  ‘পলিটিক্স অব ডিনায়াল’র কারণে তারা আজ সংকটে।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ওয়াজেদ মিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে হাছান মাহমুদ বলেন, ড. ওয়াজেদ মিয়া প্রচারবিমুখ ও নির্মোহ ব্যক্তি ছিলেন।

তিনি বলেন, ওয়াজেদ মিয়ার ডাকনাম সুধা মিয়া থেকে ধানমন্ডির বাসভবনটি সুধাসদন নামে পরিচিত।  তিনি সন্তানদের পড়ালেখা করিয়েছেন।  তার ছেলে জয় একজন কম্পিউটার বিজ্ঞানী, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল একজন অটিজম বিশেষজ্ঞ।

প্রধানমন্ত্রীর স্বামী ওয়াজেদ মিয়া ছিলেন বিজ্ঞানী।  এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিজ্ঞানমনষ্ক মানুষ।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে