বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ১০:০৬:৪৬

হাসপাতালের বেডে বসে সাহায্যের আবেদন হাসনাত আব্দুল্লাহর

হাসপাতালের বেডে বসে সাহায্যের আবেদন হাসনাত আব্দুল্লাহর

এমটিনিউজ২৪ ডেস্ক : সচিবালয়ের সামনে আনসারদের হামলায় গুরুতর আহত হয়ে সিএমএইচে ভর্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ। সেখানে বসেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের জন্য সাহায্য চেয়েছেন তিনি।

আজ বুধবার রাতে ফেসবুকে এক পোস্টে সাহায্যের আবেদন জানান হাসনাত।

হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবকু পেজে লিখেছেন, বন্যা পরিস্থিতিতে আমরা ক্রাউড ফান্ডিং করলেও বিপ্লবে আহত ও শহীদদের জন্য আমরা সরাসরি কোন ফান্ড গঠন করিনি সংগত কারণেই।

আমরা আগেও বলেছি সমন্বয়ক পরিচয়ে কেউ যেন টাকা কালেকশন না করে কিংবা আপনারাও শুধু সমন্বয়ক পরিচয়ে কাউকে টাকা না দেন।

 তিনি আরো বলেন, যারা আন্দোলনে আহত ও শহীদ পরিবারকে এই মুহূর্তে অর্থ সহায়তা করতে চান, তারা চেষ্টা করুন সরাসরি পেশেন্টদের কাছেই সহায়তা পৌঁছানোর। বিশ্বাস করুন, তাদের অনেক সহায়তা প্রয়োজন। 
বিভিন্ন এনজিও লিস্ট করে কাজ করছে, তাদের মাধ্যম ব্যবহার করতে পারেন।

আর একান্তই যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কারো সাহায্য চান, তবে ছোট ভাই তারেকের নেতৃত্বে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির হটলাইন নাম্বারে যোগাযোগ করুন। তারা সরাসরি পেশেন্টদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেবে। টাকাটা আপনারা সরাসরি পেশেন্টদের কাছেই পৌছে দেবেন।

হটলাইন নাম্বার (ডোনারদের যোগাযোগের জন্য): 01303380389
হটলাইন নাম্বার (যে কোনো জরুরী সহায়তার জন্য): 01400728080 এবং 01818279217

গত রবিবার রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪০ শিক্ষার্থী আহত হন। এরপর থেকে এখনও চিকিৎসাধীন আছেন হাসনাত।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে