বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ০৪:৩৩:১৮

দুদক থেকে বেরিয়ে যা জানালেন হাসনাত ও সারজিস

দুদক থেকে বেরিয়ে যা জানালেন হাসনাত ও সারজিস

এমটিনিউজ২৪ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

এর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান।

দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস। হাসনাত বলেন, অনেকের নামে দুদকে মামলা হচ্ছে।

এসবের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই। দুদক স্বাধীনভাবে তাদের কাজ করবে।
সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘আমাদের নাম ব্যবহার করে কেউ যদি কোথাও চাঁদাবাজি করে তাহলে তাদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে