ঢাকা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াইফাই দেবে সরকার। কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। এরই মধ্যে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা করা হয়ছে।
আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতা বাছাই পর্বের উদ্ভোবন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পলক বলেন, দেশে সাড়ে ৩ কোটি শিক্ষার্থী রয়েছে। তাদের প্রত্যেকের হাতে ইন্টারনেট পৌঁছে দিতে পারলে উন্নয়ন সম্ভব। এ জন্য সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর গত ১৮ অক্টোবর জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করা হয়। এই পার্কে যাতে আন্তর্জাতিকমানের উদ্যোগ গড়ে উঠে, বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি হয় সে জন্যই কানেক্টিং আয়োজন করা হয়েছে।
যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে সরকারের আইসিটি ডিভিশন, বেসিস, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এ আয়োজনে ইনকিউবেশন ও টেলিকম পার্টনার হিসেবে বাংলালিংক এবং অন্যান্য সহযোগী হিসেবে রয়েছে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল, গ্যাপ এবং কিজকি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। বেসিস সভাপতি ও ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান, বাংলাদেশ কম্পিপউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম এবং বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম