শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১২:০৬:২৯

বন্যার্তদের ত্রাণ দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু!

বন্যার্তদের ত্রাণ দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু!

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লায় ত্রাণ দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ভূমি উপসহকারী কর্মকর্তা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার রাতে মনোহরগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ করে ফেরার পথে লালমাইয়ের কাপাসতলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার টেরিয়াইলের ভূমি উপসহকারী কর্মকর্তা।

আনিসুর রহমান গ্রামের পক্ষ থেকে এবং চুয়েটের একটি স্বেচ্ছাসেবী দলের সাথে ট্রাক্টরে করে শুক্রবার সকালে বন্যার্তদের খাদ্য সহায়তা দিতে মনোহরগঞ্জে যান। সেখানে বড়কেশতলা ও লাল চাঁদপুর গ্রামে অন্তত দুই হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।

আহত ময়নাল হোসেন জানান, কাপাসতলা এলাকায় এলে আনিসুর রহমানদের ট্রাক্টরের সাথে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরটি উল্টে গেলে গুরুতর আহত হন ট্রাক্টরে থাকা অন্তত পাঁচজন।

তাদের মধ্যে আনিসুর রহমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ভূমি কর্মকর্তার মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে