এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শুধুমাত্র মতাদর্শের কারণে শিক্ষককে নাজেহাল করা মেনে নেওয়া হবেনা। দেশের বর্তমান পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শনিবার (৩১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।
এসময় তিনি বলেন, চর দখলের মত স্কুল কলেজ দখল হচ্ছে, কোন কোন শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহার করছেন এটা অবশ্যই দেশের জন্য লজ্জার।
তিনি আরও বলেন, আমরা আইন-শৃংখলা বাহিনীকে নির্দেশ দিয়েছি ব্যবস্থা নিতে। পাশাপাশি বড় রাজনীতিক দলগুলোকেও আমরা সহযোগিতা করতে বলেছি। আমরা আশা করছি দেশকে এগিয়ে নিয়ে যেতে রাজনৈতিক দলগুলো আমাদের সাহায্য করবে।