ঢাকা : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, সরকার অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে নরকে পরিণত করেছে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। সর্বত্র চলছে চাঁদাবাজি, অস্ত্রবাজি, নির্যাতন, নিপীড়ন। গণতন্ত্রের নামে চলছে স্বৈরতন্ত্র।
আজ মঙ্গলবার বিকেলে মহাখালীর বাসভবনে এলডিপিতে যোগদানকারী নেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক জান্নাতুল ফেরদৌস সিমা ও অধ্যাপক মাহফুজা আক্তারের নেতৃত্বে কয়েকজন নারী এলডিপিতে যোগদান করেন।
কর্নেল অলি বলেন, দেশে শান্তি চাই, উন্নয়ন চাই, আইনের শাসন ও ন্যায় বিচার চাই। চাই, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাক এবং জালিম অবৈধ সরকার নিপাত যাক।
তিনি বলেন, সবাইকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ এই জালিম সরকারের হাত থেকে মুক্তি দান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব তমিজ উদ্দীন টিটু, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী, তথ্য ও গবেষণা সম্পাদক উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, গণতান্ত্রিক মহিলা দলের সভাপতি অধ্যাপক কারিমা খাতুন ও গণতান্ত্রিক মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তপতি রানী কর প্রমুখ।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম