এমটিনিউজ২৪ ডেস্ক : প্রায় ২ ঘণ্টা অভিযান শেষে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১) সদস্যরা। সোনা ও হীরা চোরাচালান, অর্থ পাচার এবং হীরার নামে প্রতারণার মাধ্যমে উন্নত মানের কাচের টুকরা বিক্রিসহ বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টায় রাজধানীর গুলশান-১ এ অবকাশ টাওয়ারে ডায়মন্ড ওয়ার্ল্ডের অফিসে র্যাব-১ সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
দিলীপ আগারওয়ালের গ্রেপ্তার বিষয়ে একটি ভিডিও ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে।
তবে রাত ১টা ১৩ মিনিট পর্যন্ত র্যাব সদস্যরা ভবনের বাইরে আসেননি বা গ্রেপ্তার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণাও দেয়নি।
এর আগে রাত সাড়ে ১০টার থেকে অবকাশ টাওয়ারের বাইরে অবস্থান নেন র্যাব সদস্যরা। এরপর রাবের একটি দল ভবনের ভেতর প্রবেশ করেন। ভবনের নিচতলা ও ১৪ তলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দুটি শোরুমে ব্যাপক তল্লাশি চালান তারা।
ভবনটি ভেতর থেকে তালা দিয়ে তারা এই অভিযান পরিচালনা করেন। কিছুক্ষণের মধ্যে ভবনটি ঘিরে র্যাব সদস্যদের উপস্থিতি বাড়তে থাকে।
অন্যদিকে একই অভিযোগে দিলীপ আগারওয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট (সিআইডি)।
সিআইডি জানায়, তার বিরুদ্ধে বিদেশ থেকে সোনা ও হীরা চোরাচালানের নামে বিদেশে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে।
তিনি দেশের বিভিন্ন জেলায় নামমাত্র শোরুম দিয়ে প্রতারণার মাধ্যমে হীরার পরিবর্তে উন্নত মানের কাচের টুকরা বিক্রি করতেন। এ ছাড়াও দুবাই সিঙ্গাপুরে চোরাচালান সিন্ডিকেট, ভারতের কলকাতায় জুয়েলারির তিনটি শোরুম ও ১১টি বাড়িসহ মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন বলে তথ্য রয়েছে।