বুধবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০৮:০৭

আর বেঁচে নেই শায়খে চাক্তা মাওলানা আব্দুল খালিক

আর বেঁচে নেই শায়খে চাক্তা মাওলানা আব্দুল খালিক

এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক (শায়খে চাক্তা) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৫০ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মাওলানা আব্দুল খালিক (শায়খে চাক্তা) ছিলেন ভারতের প্রখ্যাত আলেম আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আসআদ মাদানীর (রহ.) খলিফা। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি।

আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় লাফনাউট মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তার অসিয়ত অনুযায়ী দীর্ঘদিনের কর্মস্থল দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসার কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে